তোমার ঐ নীল শাড়ি মন, (আমায়) ভিজিয়ে কখন,
চলে ব্যস্ত ভীষন হাওয়া।
নারা নাটকীয় মোড়, মোড় ঘুরেই আবার,
(আমার)একলা হয়ে যাওয়া।।
পূজোর ও ছুঁটি, ছুটে আসব বাটী,
(আবার) দেখব তোমাকে কখন?
এমন উদাসী লগন, অস্থির এ মন,
কখন হবে তোমার আগমন?
কখন হবে যে তোমার আগমন।।
মেঘ খোলা চুলে, তুমি দিবে অঞ্জলি,
(থাকবে) চোখ বুজে আরো কিছুক্ষন।
আমি দেখব তোমায়, প্রান ভরে অপেক্ষায়,
কবে আসবে সে মধুর লগন?
কখন আসবে সে মধুরও লগন।।
প্যান্ডেলে প্যান্ডেলে, সাজানো ঝাড়বাতি,
লজ্জায় নত সে চিবুক।
আমার ধুক-পুক বুক, চোখা-চোখি অপলক,
মুখ লুকিয়ে সে পায় কি সুখ?
মুখ লুকিয়ে যে পায় কি সুখ।।
অপ্রস্তুত সে ক্ষন, থাকে আর কতক্ষন,
(পলকে) মুখ লুকিয়ে সে আবার হাওয়া।
নারা নাটকীয় মোড়, মোড় ঘুরেই আবার,
আমার একলা হয়ে যাওয়া।।
ধুনুচি নাচবে যখন, (তোমায়) লাগবে কী ভীষন,
আর সিঁদূরে রাঙ্গানো বেলা।
লাল টুক টুক মুখে, দশমীর বিসর্জন,
শেষে মন ফেলে আবার চলা।
(আমার) মন রেখে আবারও চলা।।
তোমার ঐ নীল শাড়ি মন, আমায় ভিজিয়ে কখন,
চলে ব্যস্ত ভীষন হাওয়া।
নারা নাটকীয় মোড়, মোড় ঘুরেই আবার,
আমার একলা হয়ে যাওয়া।
আবার একলা হয়ে যাওয়া।
(আবার) আমার একলা হয়ে....যাওয়া।।
-সমাপ্ত-
"শরতের নীল সাদা মেঘ, তোমাদের শারদীয় শুভেচ্ছা।"
(জুয়েল মল্লিক, সময় :- 4:00pm, তাং:- 06.10.2018)