চোখে চোখ চির টুপ-টাপ সাদা মেঘ,
ভর দুপুরে কড়া নাড়ে ভয়েসমেইলের শাসন।
আমি তোমার জন্য গান লিখে যাই রোজ,
তুমি কেবল ভাত ঘুমে দাও ডুব।
শব্দ জালে রংমশালে শেষ বিকেলে রোদ,
একটু বিশ্রী এই আমাকে বাসতে পারবে ভাল?
খুব সহজ এই প্রশ্ন গুলো আর করা হল না,
যেমন সুকৌশলে ছন্দ গুলো ঠিক এড়িয়ে যাওয়া যায়।
হাজার ফ্রেমে বন্দি আটা ঠুনকো মুহূর্ত,
কবিতারা সেতো আস্কারাতেই হয় ।।