আমি খুঁজি না তোমায় কখনো,
শুধু মাঝে মাঝে মনে পড়ে যায়।
আমি ব্যাস্ত ভীষন এখন,
তবু রাত বাড়ে নিঝুম নিরালায়।
আর তোমাকেই মনে পড়ে যায়।।
আমি ভাবি না তোমায় এখন আর,
কে যে কখন কেন ই বা কার?
আমি ব্যস্ত ভীষন এখন,
তবু রাত বাড়ে নিঝুম নিরালায়।
আর তোমাকেই মনে পড়ে যায়।
         কেবলই মনে পড়ে যায়।।
  
মনে হয়...........
আমি ভিন্ন গ্রহের এক কেউ,
পড়ে আছি কোন যে আশায়।
পাশে নেই অন্য কারো,
কেউ নেই আমারো আবার।
চারিদিক ধু-ধু পারাবার।
কোথাও কেউ নেই আর,
কেউ নেই আমাকে ভাবার।
কেউ নেই আর কাঁদাবার।
তবু রাত বাড়ে নিঝুম নিরালায়,
আর তোমাকেই মনে পড়ে যায়।
......তোমাকেই মনে পড়ে যায়।।
  
(পাশফিরে) শেষ কবে দেখেছ,বলো
প্রেম ভরা মুগ্ধ চোখে?
শেষ কবে চুপটি ছিলে, অপলক তাকিয়ে মুখে?
শেষ কবে ডেকেছিলে বলো, শেষ কবে কাছেএসেছো?
শেষ কবে খুব হেসেছো, মনখুলে-
শেষ কবে ভালোবেসেছো?
শেষ কবে খুব কেঁদেছো? (কারো) বুকের উপর মাথা রেখে..........
জানি, তোমারও সময় নেই আর,
(আজ) তুমিও ব্যস্ত ভীষন।
নিদারুণ বাস্তবতায়,
পাশাপাশি তবু অচেতন।।
আমি কি ভালোবাসি?
না তুমি বেসেছিলে, কোনোকালে?
আজকে এ হিসাব থাক।
চল মন খুলে কথা বলি,
আজকাল, সময়ের বড়ই অভাব।
নিজেকে নিয়ে ভাবার, ভালোবাসার বড়ই অভাব।।
-সমাপ্ত-
(জুয়েল মল্লিক, সময়:-9:30pm তারিখ:- 26.09.2018)