থাক তোলা থাক, তোলা থাক,
থাক তোলা থাক।
আজগুবি সব সভ্যতা আজ,
থাক তোলা ঐ মাচার চালে।
এখন আমি হন্যে হবো,
যাবো এবার পাগল বনে।
থাক তোলা থাক শিক্ষা-দীক্ষা,
এবার আমি মূর্খ হবো।
ভদ্রতা আর বালাই ভুলে,
চলো সবে উচ্ছন্নে যাবো।
থাক তোলা থাক ভালো মন্দ
থাক তোলা তার দুয়ার বন্ধ।
এবার আমি অন্ধ হবো,
সত্য সবই যাবো ভুলে।
থাক তোলা ন্যায় কেতাবে থাক,
এ জগতে তাহার কি কাজ।
চলছে যেমন চলুক না আজ,
চোখ খুললেই চড়বে শূলে।
থাক তোলা সব জ্ঞান গর্ভ,
এবার আমি গর্দভ হবো।
নিজের খেয়ে এবার আমি
সকল বনের মোষ তাড়াবো।
থাক তোলা সব দেয়া কথা,
যাকে যেমন দেয়া আছে।
দানের বিষয় ভুলতে হবেই,
যা খুশি তা বলুক লোকে।
থাক তোলা সব হাজার বিলাপ,
আপনাকে আজ বিলিয়ে দেবো।
অল্প বিদ্যা ভয়ঙ্করী,
হলেই দেশের হাল ধরিব।
থাক তোলা ঐ ঊষার আলো,
অন্ধকার কে বাসবো ভালো।
সাদা করব সকল কালো,
তবেই সমাজ শুদ্ধ হবে।
ছাড়বো বুলি ঝুড়ি ঝুড়ি ,
পরবো মালা রং বাহারি।
কর্মের সাথে দিলেই আড়ি,
কাটবে যে দিন রাজার হালে।
আখেরটাকে গোছানো হলে,
আখিরাতটাও খুঁজতে হবে।
থাক তোলা সব ভালো কর্ম,
ওসব এখন কেইবা করে?
তাতেও যদি মন না ভরে,
একদিন না হয় মক্কা যাবো।
ফেরার পথে হলি ওয়াটার,
গঙ্গাতেও এক ডুব দেবো।
পাপ সকল ই যাবে ধুয়ে,
চৌদ্দ পুরুষের যত ছিল।
এবার আমি পবিত্র আত্মা
সাত-পাঁচে আর না জড়াবো।
থাক তোলা থাক, ভালো মন্দ,
দুনিয়া যেমন চলছে চলুক।
এখন আমি উর্ধে সবার,
সমাজ আমায় মহান বলুক ।।