রাষ্ট্র যখন যন্ত্র তখন,
মানবতা থাকে মর্গে।
মানুষ বড় না দেশ আর ধর্ম,
কে কার থেকে অগ্রে।

সকল ধর্ম এসেছে শান্তি নিয়ে,
মানুষের ঘরে ঘরে।
তবুও, মানুষ বাঁচাতে রাষ্ট্র গঠন,
হয়েছিল তারও পরে।

দেশ বাঁচাতে দেশপ্রেমিক আর,
রাষ্ট্রের জন্য রাজনীতি।
ধর্ম বাঁচাতে ধার্মিক ও আছে,
তবুও মানুষের এই দুর্গতি!

আজ যন্ত্র এসব বিকল কারণ,
মানুষের নেই মানবতা।
নিয়ম তুমি যতই করো,
ভিত্তিটাতেই অশুদ্ধতা।

মানবতা বিনে মানুষ তো নও,
দেশ ধর্ম নীতি করবে কি।
মৃত রে যতই স্বর্ণে মোড়াও,
জীবিত সে আর হইবে কি?