ভাল-লাগেনা জগৎ টাকে,
ভাল-লাগেনা তোমায় ।
ভাল-লাগেনা ঘরের ভিতর ,
দিন দুপুরে ঘুমায়।

ভাল-লাগেনা আকাশ আজ ,
ভাল-লাগেনা চাঁদ ।
ভাল-লাগেনা খুঁজতে এখন ,
কলেজ ছুটির ফাঁক ।

ভাল-লাগেনা মুভি নাটক ,
ভাল-লাগেনা গেম ।
ভাল-লাগেনা রোমান্স আর ,
পুরনো কিছু থিম ।

ভাল-লাগেনা মন খারাপ ,
ভাল-লাগেনা রাগ ।
ভাল-লাগেনা আনেক কিছু ,
আজ এখানেই থাক ।