চুপ করে তাই ,ডুব দিতে চাই,
অথৈ সমুদ্রে।
কুকড়ে মরছে বস্তবতা ,
প্রখর রৌদ্রে।।
ভুলতে বসেও ভাবনা গুলো ,
ছুটছে অবিরাম ।
নিকষ কালো আধারে ঘেরা,
ইচ্ছে চায় বিরাম ।।
ক্লান্ত চিন্তায় বদ্ধ আবেগ ,
কুকড়ে যাচ্ছে খুব ।
ইচ্ছেরা তাই পাখনা মেলে,
ভাবনায় দিচ্ছে ডুব ।।
যন্ত্রনারা খেই হারিয়ে ,
ফিরছে অকস্বাৎ ।
তাতে আবার কি আসে যায়,
যখন ঘটছেই বজ্রপাৎ ।।
ছন্দগুলো ছন্ন ছাড়া,
ভেবেই পায়না কুল ।
বিষাদ মাখা সৃতির খাতায়,
অংক কষছে যে নির্ভূল ।।
তাই, চুপকরে আজ ডুব দিতে চাই,
অথৈ সমুদ্রে।
যেথায় ইচ্ছে খুশি খুনসুটিরা,
পাখনা মেলবে ।।
- সমাপ্ত -
( তারিখ :-16.05.2017 , সময় :-05:05pm , স্থান :-নুরবাগ ম্যচ , গাজিপুর , ঢাকা )