প্রিয় দিন প্রিয় রাত, প্রিয় কিছু গল্প একই সাথ,
সাত-পাাঁচ ভেবে অপ্রিয় কিছু সত্যেরা উঁকি দেয়।
আমি সত্য ভালোবাসি, যদি অপ্রিয়ও সে হয় ।
মিথ্যেরা বড় ভালো, তবু শুনতে চাই না তাই . .
যদি হটাৎ এসে ঘুম ভেঙে দেয় স্বপ্ন দেখার মাঝে,
সে যে বিশ্রী রকম বাজে, ভালো হওয়া কি তার সাঁজে ?
তাই সত্য জানতে চাই, সে মিছে স্বপ্ন সাজায় না . .
আমি স্বপ্ন বুনিনা, মিছে গল্প লিখি না,
তবু মাঝে কিছু অর্থহীন কান্না চেপে আসে।
আমি এত ভাবনা ভাবি না, সে সব আস্তাকুঁড়েই থাক ,
কান্নারা তবু ভালো একলা থাকতে শেখায় যাক।
আার . . .
ভালো থাক ভালো গুলো সব ভালোকে নিয়ে ,
আমি না হয় দেখব সবি দূর হতে তাকিয়ে।
রিক্ত হাতে সিক্ত হব মুক্ত করতে সবই ,
বাঁধব নাকো ভালো তোমায় কেবল আমার লাগি।
হটাৎ বর্ষা যখন কান্না নামায় দুকুলে আবার,
সময় যাযাবরের জীবনটাতে সুখ খুঁজে নেবার।
সুখ যে তার খুব সহজ মানে ! দুঃখ সেথায় নাই,
দুঃখ ছাড়া সে সুখ আবার কোথায় খুঁজে পাই?
তাই আবার খোঁজে, আবার ছোটে যাযাবর জীবন,
একলা চলা একলা থাকার তাই ভীষণ প্রয়োজন।
যেথায় একলা বাঁচি নিজের মত, সুখের খোঁজে নয়,
একটুখানি শান্তি খুঁজতে বোকা বনে যাই ।
সে শান্তি আবার ভীষণ বোকা একলা থাকে না,
সে যে দুঃখ সুখের মাঝে কোথাও ফারাক খোঁজে না।
দুদিকেরই মাঝে থাকে দুকূলে ছাপিয়ে,
হটাৎ একূল ভেঙে ওকূলে দেয় প্রশান্তি ছড়িয়ে।
আমি দ্বিধায় থাকি দ্বন্দে কাটে সময় পলে পলে,
একলা থাকতে চাইছি কি কেবল একলাই থাকব বলে?
একলা থাকব বলে সে সুখ যদি মুখ ফিরিয়ে নেয়,
আমি তাকেই নিয়ে একলা রবো ভীষণ নিরালায়।
একলা থাকব বলে আমি একলা থাকব বলে,
আবেগটাকেও লুকিয়ে রাখছি ব্যাস্ত থাকার ছলে।
একলা থাকব বলে আমি একলা থাকব বলে,
তোমায় চিনতে গিয়েও মুখ ফিরিয়েছি অজানা কারনে।
একলা থাকব বলে আমি একলা থাকব বলে,
সখ্যতাটাও হইতে গিয়ে হবেনা কোন কালে।
একলা থাকব বলে আমি একলা থাকব বলে,
ভালো বাসতে গিয়েও বাসছিনা তাই ভীষণ অবহেলে ।।