আমি একলাটি পথ হাঁটি, কোনো ভর দুপুরে গায়।
আমার সঙ্গে শীতল পাটি, আর ইচ্ছে পাহারায়।

আমার গায়ে ধুলা মাটি, খানিক বর্ষা হয় না তাই।
আকাশ ভীষণ কালো, ঝড়ো হাওয়া ইশারায়।

বলে তোমায় বাসি ভালো, খুব শান্ত আছো তাই।
তুমি রাগলে জ্বালাও আলো, তখন রক্ষে আমার নাই।

ও বৈশাখী মেঘ কালো, আমি বলছি বাসি ভালো।
তুমি রাগলে জ্বালাও আলো, রক্ষে তখন নাই।

আমার কানা কড়ি নাই, কোন ঘর দুয়ার নাই।
তোমায় রাখব কোথায় বলো, মাথায় শূন্য আকাশটাই।

সেথায় মেঘ করেছে ভীষণ, বাতাস ঘড়িতে দেয় দম।
মৃদু দুলছে মলিন বসন, তাও ইচ্ছে নাই তো কম।

আমার শরীর ভিজে যায়, খানিক বৃষ্টি হয়না তাই।
ও বৃষ্টি তুমি নামো, আমার ময়ূর পঙ্খী নায়।

তোমার পক্ষী ডানা মেলে, শীতলক্ষ্মী হয়ে আসো।
আরো অনেক ভীষণ জোরে, তুমি আমায় ভালোবাসো।

তুমি আরো জোরে ঝরো, যেন ডুবিয়ে নেবে তাই।
আমি হারিয়ে যেতে চাই, তোমার গভীর বাসনায়।

তুমি আমায় বাসো ভালো, আমি তোমার হয়ে যাই।
কতো আকাশ জুড়ে আলো, তুমি আসবে বলে তাই।

তুমি আসবে বলে তাই,

আমি একলাটি পথ হাটি, কোন ভর দুপুরে গায়।
আমার সঙ্গে শীতল পাটি, আর ইচ্ছে পাহারায়।।