ঊনিসে যুবদল প্রতিষ্ঠিত হইল বাংলায়,
বিশ্বকাপ লইবার জন্য ইংল্যান্ড এ খেলিতে যায়।
হরিণ হয়ে সিংহের সঙ্গে, লড়াই করতে চায়
তাদেরকে পরাজিত করে বিশ্বকাপ নিয়ে এবার ফিরলো বাংলায়।
কত সাধনার ফলে বাংলার মানুষের আশা পূর্ণ হলো ,
বিশ্ববাসী তখন ঊনিশে যুবদলকে স্বাগত জানালো।
এইবার বাংলার মানুষের উঠিল আনন্দের ঢেউ,
নৌকায় চড়িয়ে নাচিতেছে কেউ কেউ।
ছেলে মেয়ে নাচিতেছে চড়ে দোতালায়,
পাগলা -পাগলি হাসিতেছে বসে গাছ তলায়।
শুভ কামনা রইল দলের সবার প্রতি,
এইটুকু লিখিয়া আমি করিলাম ইতি।