করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ বন্ধ,
ছোট ছোট ব্যাবসায়ীদের কপাল হয়ে গেছে মন্দ।
কম বেচা কিনা হওয়ার কারণে শুধু লস হয়,
অভাবে পরিয়া তাহার বৌ মেম্বারের বাড়ী যায়।
মেম্বারের বাড়ী গিয়ে বলিতেছে ও মেম্বার ভাই,
আমরা তোমার বাড়ীতে কোনোদিন আসি নাই ।
অভাবে পরিয়া আমরা আসছি তোমার বাড়ী,
কিছু করি রিলিপ দাও,  না হলে বাঁঁচবো কেমন করি??
মেম্বার বলিতেছে, "আমার কাছে রিলিপ নাই, যাও চেয়ারম্যানের বাড়ী"
দৌড়া-দৌড়ী করে তখন চেয়ারম্যানের বাড়ী যায়,
চেয়ারম্যান দেখে তাহারে হাসিয়া ফেলায়।
চেয়ারম্যান বলিতেছে আসিতে করিয়াছো দেরি,
আজকে আর রিলিপ নাই,
বাড়ী বাড়ী যাও ফিরি।
কেউ কেউ রিলিপ খাইতে খাবার নাহি পায়,
কাহারো কাহারো দৌড়া-দৌড়ি করিতে দিন চলিয়া যায়।