বাড়ির পাশে বড় বিল,খোকা হাসে খিলখিল।
ফুটেছে শাপলা ফুল, বিল লাল করে।
তাই দেখিয়ে খোকা খুকি, যায় বিলের ধারে।
শাপলা ফুল তুলে তারা, দৌড়ে আসে বাড়ি।
তাই দেখিয়া দাদা দাদী হাসে খিলখিল করি।
লেখাপড়া শিখে মোরা, অনেক বড় হব।
তাইতো মোরা প্রতিদিন, পাঠশালা যাব।
ধন্য হবে আমার জীবন, পাইবো কত সুখ।
সবার মুখে হাসি ফুটাবো,জুড়ে দিব বুক।
শাপলা ফুলের মালা গেঁথে দিবো দাদির গলে।
তাই দেখিয়া দাদা আমার দাদিকে কৌতুক কথা বলে।
হাসতে হাসতে দাদী তখন বাড়ি গেল চলে।