সৃষ্টিকর্তা কি অপরাধ করেছি, তোমার তরে।
যার ফলে ভেসে দিলে তুমি, আমায় সাগর জলে।
এই পৃথিবীতে তুমি আমার হইলে আপনজন।
নিঃশ্বাসে বিশ্বাসে ডাকবো তোমায়, যতক্ষণ বেঁচে আছে আমার জীবন।
যতই বোঝা দাও হে প্রভু,সেই ভার যেন আমি সইতে পারি।
পৃথিবী থেকে যাইবো যে দিন প্রভু, তোমায় ছাড়া আর কিছু নাহি বলি।
সাগরেতে ভেসে দিয়ে যদি খুশি হয় তোমার মন,
ভাশিতে ভাশিতে চলে যাব আমি, তবুও তোমায় করিব স্মরণ।