সূর্যের আলোয় আলোকিত হয়ে বেঁচে আছে সবার প্রাণ,
শিক্ষার আলোয় আলোকিত হয়েছে মানুষ গাইছে সুখের গান।
কত কষ্টের জীবন ছিলো মানুষের,তারা সুখ নাহি যানে!
শিক্ষার আলো পেয়ে মানুষ, কেমনে যাইবে সুখে দিন ভেবেছে মনে মনে?
সৃস্টিকর্তা বেশি জ্ঞান দিলো মানুষেরে,
তাইতো মানুষ সুখে রইলো সারাজীবন ভরে।
পশু-পাখিদের মধ্যে যদি বেশি জ্ঞান দিতো,
ক্ষমতার বলে তারা মানুষের সুখ কেরে নিত।
"সৃস্টির সেরাজীব মানুষ" সর্বলোকে কয়,
তাইতো মানুষ সবাইকে বাধ্য করে সারাজীবন সুখে রয়।