বিলের পানি ক্ষরণে খাইলো মৎস্য খাইলো চিলে,
জাল পেতে মাকড়সা বসে আছে মশাকে খাইবে গিলে।
যেটি ঘুরিতেছে মাকড়সারা আশেপাশে,
সুযোগ পেলে মাকড়শাকে খাইবে আয়েশ করে।
জলে বাস করে বোয়াল মাছ ছোট মাছকে খেয়ে থাকে বারো মাস।
বনের পশু সিংহ বাঘ হরিণের মাংস খেয়ে মিঠাই শাদ।
এইতো প্রকৃতির নিয়ম কি বলিব আর
পৃথিবীর সৃষ্টি লগনে শুরু হয়েছে দুর্বলের উপর,
সবলের অত্যাচার।