একাত্তরের যুদ্ধে কতশত শহীদের বয়েছিল রক্তের ধারা।
সন্তানদের হারিয়ে পিতা-মাতা হয়েছিল আত্মহারা।
ছেলে মেয়ে দেখিতেছে থেকে অনেক দূরে,
পিতামাতাকে মারিতেছে তারা গুলি করে।
প্রাণের ভয়ে পিতা-মাতার কাছে নাহি যায়,
দূরে থাকি যা তারা করে হায় হায়।
যুদ্ধের সময় বাঙালির নেমেছিল কান্নার ঢল,
পরিবারের লোককে হারিয়ে তারা ফেলেছে অশ্রুজল।
প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিফৌজে নাম দেয়।
প্রাণপণ যুদ্ধ করে তারা প্রতিশোধ নেয়।
নয়টি মাস যুদ্ধ করে পাকিস্তানি সৈনিকদের করিল পরাজয়,
তারপর জয় বাংলা বলে ডিক্লেয়ার দেয়।
কিছুদিন পরে নাম হইলো সোনার বাংলাদেশ।