আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি,
আমার সোনার বাংলার মাটি।
এই মাটিতে সোনা ফলে,
ফলে পাঠ আর ধান।
কৃষকেরা মাঠে গিয়ে গাইছে সুখের গান।
দখিনা হাওয়া এসে প্রান শীতল করে।
কৃষকের ফসল দেখে প্রাণ যায় ভরে।
রাখাল বাজায় বাঁশি দুপুর বেলা।
জেলে ভাই ধরে মাছ, সকাল দুপুর বেলা।
গায়ের বধু কলসি লইয়া যায় নাম নদীর ঘাটে।
চাষী ভাই লাঙ্গল নিয়ে চলে গেল মাঠে।