মুজিব তুমি সোনার বাংলার মানুষকে ছেড়ে গিয়েছো কোথায়।
যাই নাই যাই নাই কভু,
রয়েছি আমি তোমাদের হৃদয়।
অশান্তিতে থাকিবার জন্য সোনার বাংলা করিনাই
স্বাধীনতা এই ভেবে করেছি আমি, পরাধীন থাকবে না বাঙ্গালীভাইরা আমার।
স্বাধীন দেশের বাঙ্গালী হয়ে করবে সবাই বাংলার উন্নয়নের কাজ,
তবেতো সুখী হবে তোরা সুখে রাখবে
বাঙ্গালীর সমাজ।
২৪ বছর ধরে বাঙ্গালী ছিলাম পরাধীন,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাকে করেছি স্বাধীন।
মুজিব তোমার রক্তের ঋণ শোদ করতে পারবোনা মোরা কোনোদিন,
তাইতো আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে তুমি মুজিব চিরদিন।