জীবন নদীর তীরে করি আগমন।
ওখানে গিয়া দেখি,
স্নান করিতেছে একটি মেয়ে পরীর মতন।
আমাকে দেখিয়া ফেলেছে হাসিয়া।
বলিতেছে ভাইয়া তুমি আছো কেমন।
তখনি ভুলে গেলাম আমি,
আমার আপনজন।
বলিতেছি মেয়েটিরে আজ থেকে,
হইলে তুমি আমার মানিক রতন।
মেয়েটি কহিল এই পৃথিবীতে, কেহই নাই আমারও আপনজন।
এসো বন্ধু আজ থেকে,
হাতে হাত মিলিয়ে আমরা দুইজন হইব মিলন।
এ কথা শুনিয়া মনেতে ভাবিয়া,
উভয়ে হইল মিলন।
আজ থেকে হইল তাদের, সুখের জীবন।