বাংলা আমার জন্মভূমি বাংলা মোদের প্রাণ। এই দেশের খাদ্য খেয়ে, বেঁচে আছে প্রাণ।
তাইতো মোরা গাই সবাই দেশের গুনোগান।
মাতৃভাষা বাংলা মোদের, বাংলায় কথা বলি।
এসো আমরা সবাই মিলে, সোনার বাংলা গড়ে তুলি।
শক্তিশালী করবো দেশ এই করি পণ।
ফুলের মত গড়বো মোরা, মোদের এ জীবন।
নিজের দেশকে ভালবাসিব, করব দেশের উন্নয়নের কাজ।
তবে তো সুখে থাকব মোরা, সুখে রাখবো বাঙালির সমাজ।
এই দেশেতে জন্ম নিয়েছি, এটাই বাঙালির গর্ব।
দেশের জন্য জীবন দিবো, তবুও দেশকে শক্তিশালী করব।