করোনার গজব দিয়ে সৃষ্টিকর্তা যদি কেড়ে নিতে চায় সবার জীবন,
করিবার কিছুই নেই মোদের অবশ্যই হইবে মরণ।
অনেক ভুল করছি আমরা,
আর করেছি অপরাধ,
যার ফলে ধ্বংস করবে তুমি
মানুষের সমাজ।
এই কি খেলা তোমার
কে বুঝিতে পারে,
অনেক পরিবারের লোককে নিয়েছো তুমি,
একটি মাত্র সন্তান রেখে গেছ ফেলে।
চোখের জলে বুক ভেসে যায়,
অনেক মানুষের জীবন।
এতই নিষ্ঠুর হলে তুমি প্রভু
কিসের কারণ।
কত শখ করে প্রভু মানুষ বানাইয়া ছিলে।
কোটি কোটি মানুষ তৈরি করলে তুমি,
কারো সাথে কারো মুখের স্মৃতি নাহি মিলে।
করোনা রোগ দিয়ে যদি মানুষকে নিতে চাও,
এইবার পৃথিবী অন্ধকার হয়েবে প্রভু এই কি দৃশ্য তোমার।