ঢাকের বাজনা আর শঙ্খধ্বনি,
ঘোড়ায় চড়িয়া এইবার দুর্গা মা মর্তধামে হয়েছে আগমনী।
দুর্গা মাকে দর্শনে ছেলেমেয়েরা খুশিতে নাচে,
নাচিতে নাচিতে হয়ে যায় আত্মহারা।
দুর্গার উৎসবে আজি জেগে ওঠে পাড়া।
সংসারের দুঃখ-বেদনা সবই ভুলে যাই,
কতই আরতী করছি মাগো আমরা খুশিতে সবাই।
বিসর্জনের দিন বুক ভেসে যায় নয়ন জলে,
আগামীতে পাবো কি পাবো না তোমার দেখা পৃথিবী থেকে যাই যদি চলে।
মন্দির থাকিয়া তোমায় বাহির করিয়া,
নদীর তীরে করি আগমন।
অশ্রু জলফেলে ভেসে দেই নদীর জলে।
তোমায় প্রণাম করে মাগো বাড়ি বাড়ি যাই চলে।