হয়তো তোমাকে বলা হবে না আমার ইচ্ছে গুলো ।
বলা হবে না প্রতিদিন আমি তোমাকে দেখার জন্য
নাড়িন্দা বাড়ির সুপারি বাগানে কত দিন অপেক্ষা করেছি ।
বিষ্ণু কে দিয়ে তোমার জন্য নিজ হাতে করা চিতই পিঠা
মাকে না জানিয়ে তোমার জন্য পাঠিয়ে দিয়েছি ।।
আমার ইচ্ছে গুলো তোমাকে আর বলা হবে না
তোমাকে দেখলেই কেমন জানি আমার বুকের ভিতর
দুরুদুরু কেঁপে উঠে ।
আমার সব কথা এলোমেলো হয়ে যায় ।
আমার বাক রুদ্ধ হয়ে আসে ।
তুমি সত্যিই সু-পুরুষ,
তোমার চোখের মধ্য কি যেন জাদু আছে ।
বেশি ক্ষন তাকিয়ে থাকলে চোখে জুনি ধরে আসে ।।
সব মেয়েদের ই তুমি ক্রস।
আমার ভাবনা গুলো ললিতা'কে শেয়ার করেছিলাম
দেখি সে ও তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে ।
আমার আর বলা হলো না ।।
তোমার নীল রঙ এর জামা টা আমার ভীষণ প্রিয়।
যেদিন দেখতাম তুমি নীল রঙ এর জামা পরে শহরে যাচ্ছ
সেদিন আমি সারাটা দিন তোমার জামার সাথে
ম্যাচ করে লাল শাড়ী পরে থাকতাম।
বলতে পারো এটা আমার পাগলামি।
এ পাগলামি টা করতে আমার অনেক ভালো লাগতো।
আমার ভালোবাসার কথাটি কেন তুমি বুঝতে পারো না ,
কেন তোমার অনুভূতিতে নাড়া দেয়া না ।।
কেন আমার প্রতি তোমার দয়া হয় না !
সত্যি ই কি তুমি বোঝো না,
না, বুঝে ই সাড়া দাও না ।।