যতনে তোমায় রাখিবো অন্তরে
বিনী সুতার মালা গেঁথে
সাজাবো মন্দিরে।
ঐ মন বলে কতো কথা
রঙিন বাসর সাজাই তোমার দেহে,
স্মৃতির অন্তরালে কালো মেঘ ঢেকে
সুধা পান করো আমার চিবুকে।।
আমি কষ্টে আছি,
তবু তোমার সুখে আমি বেঁচে আছি
দিনের আলোয় রাতের অন্ধকারে।।