স্বস্তি ফিরে পাইনা আমি অলস দুপুরে
তোমার কথা বসে ভাবি নিথর পুকুরে।
আসবে তুমি হাওয়ায় উড়ে মন পবনের নায়ে
প্রতীক্ষায় প্রহর গুণী শিমুল তলীর গাঁয়ে।
পিছন থেকে হাত বাড়াবে আমার কাঁধের পরে
চলার পথে পাই যেন গো সারা জীবন ধরে।
হাতের উপর হাত রেখে আজ চলো কোথাও যাই
জীবন নামের ছোট্ট নদী পাড়ি দিতে চাই।
আসবে যত বাঁধা আমার সঙ্গী হবে তুমি
তোমার নায়ের সখী হয়ে পাড়ি দিব আমি।
মনের মাঝে মন মিলিয়ে সুমুদ্র দেই পাড়ি
মাঝি তুমি হাল ছেরোনা গড়ব দুজন বাড়ি।
সারিসারি ঢেউয়ের মাঝে চলবো হেলেদুলে
তোমার গায়ের গন্ধ নিবো আমার শরীরে।
এমন মিষ্টি স্বপ্ন যেন ভেঙে না যায় সখা
স্বপ্ন দিয়ে সাজিয়ে দিও আমার ব্যাকুলতা।