৭১ আমি দেখিনি তবে অনুভব করেছি হৃদয়ের প্রতিটি প্রতঙ্গে।
লাশের গন্ধ আমি পাইনি তবে পেয়েছি আমি
কাক,শকুনের ছিড়ে ছিড়ে খাওয়া মৃত্যু মানবের অঙ্গে।
হায়নাকে আমি দেখিনি তবে দেখেছি আমি আল বদরের চোখ
রক্তে রাঙ্গিয়ে ছিল বাংলা মায়ের দামাল ছেলেদের বুলেট করেছিল ভেদ।
৯ টি মাসের যুদ্ধ ছিল দেশ রক্ষার তরে,
একটি পতাকা এনে দিবে বলে নিজেরে দিয়েছে বিলায়ে।
৩০ লক্ষ শহিদের বিনিময়ে পেলাম একটি দেশ,
শস্য,শ্যামল সবুজে ঘেরা সে যে আমার বাংলাদেশ।
এই দেশেতে জন্মে ছিল শেরে বাংলা ফজলুল
দেশের জন্য কবিতা লিখেছে বিদ্রোহী কবি নজরুল ।
ভাষার জন্য জীবন দিয়েছে সালাম,বরকত,রফিক
আরো দিয়েছিল রক্ত যে জন নাম তার সফিক।
একটি ডাকের মধ্যে দিয়ে যে কেরেছিল একজাতি
জাতির নেতার কণ্ঠে ছিল স্বাধীনতার মোমবাতি ।
৭ই মার্চের রেসকোর্স ময়দানে সমাবেত জনতার সঙ্গে
ডাক দিয়েছিল মহান নেতা স্বাধীনতা সংগ্রামের মঞ্চে।
বলেছিল নেতা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'।
তার কথাতে মুক্ত হল সোনার বাংলা পেলাম স্বাধীন দেশ ।
পায়নি নেতা একটু শান্তি এই জমিনে বিলিয়েছে সর্বশেষ ।।
এমন নেতার কথা কি আমরা ভুলতে পারি রহমান।
শ্রদ্ধায় স্মরণ করি ওগো নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।