তুমি চাইলে ওই সাগরটা আমি দিতে পারি যে পাড়ি,
তুমি চাইলে ওই আকাশটা আমি এনে যে দিতে পারি।
তুমি চাইলে ওই শহরটাতে আমি গড়ে দিতে পারি ঘর
তুমি চাইলে জীবনটা আমি করে দিতে পারি পর।

নীলাঞ্জনা, তুমি কি জানোনা, তুমি তো শুধু আমার
ভেসে ভেসে চলি, আকাশ পানে দেখি, শুধু ধু-ধু তেপান্তর।
ঘাস ফুল,কলমি লতা,শাপলা ফোটে ওই নীল জলাশয়
ফিঙে নাচে ঝিঙে গাছে মণ দোলে আমার জোসনায়।

তুমি চাইলে ওই সবুজ অরন্যে দুজনে হাঁটতে পারি
তুমি চাইলে ওই মেঠো পথ ধরে স্বপ্ন আঁকতে পারি।
তুমি চাইলে ওই চাঁদটাকে আমি ধরে আনতে পারি
তুমি চাইলে আমার বুকে তোমার স্বপ্ন গড়তে পারি।

নীলাঞ্জনা, তুমি কি জানোনা,তুমি যে আমার পরী
নীল মেঘে আমি রংধনু হয়ে আকাশ দিয়েছি পারি।
লাল নীল সবুজ হলুদ সাত রঙ্গে সেজেছো তুমি
ভালবাসা দিয়ে রাঙিয়ে দিয়েছো আমার হৃদয় খানি।