তোমায় ভালবেসে বাঁধতে চেয়েছি ঘর
অবশেষে জানলাম, আমি নাকি তোমার পর।
অনুভব করি হৃদয় থেকে, তোমার নাম অন্তরে এঁকে
ছোট ছোট আবদার অপূর্ণতা থেকে পূর্ণতা এঁটে।
নীল চাঁদরে আকাশটা বর্ণমালায় সাতরঙ সেঁটে
সাজিয়েছি আমার ছোট্ট সুখের নীড় ।।
তুমি নাই তাতে কি? মনে তো আছে ব্যাকুলতার প্রীতি
হয়তো কোন দিন এভাবে, কোন এক স্টেশনে কিংবা প্লাটফর্মে
দেখা হবে দুজনাতে , স্মৃতিরা কষ্ট দিবে আমাকে ।।
দূর থেকে দেখে, নয়নে তৃষ্ণার জল ছিটিয়ে
পৌঁছে যাব গন্তব্য ।।
তবু ভালবাসা ফুরাবে না, ফুরিয়ে যাবে যৌবনের
বাকিটা অধ্যায় অন্তব্য।