যে তোমাকে ভালোবাসে
জেসমিন জাহান
যে তোমাকে ভালোবাসবে
সে সবটা দিয়েই ভালোবাসবে
তুমি মুখর হলে সে হাসবে
তোমার নীরবতায়
চোখের জলে ভাসবে
তোমার অভিমানে ভেঙে যাবে
তার স্বপ্নের পৃথিবী
অগোছালো শাড়ীর আঁচল ও
কবিতা হয়ে উঠবে
তোমার না বলা কথাগুলো
মন দিয়ে বুঝবে
তোমাকে চাইবে নিবিড় ভাবনায়
শব্দের গভীরে খুঁজবে
না পাওয়ার কষ্ট- কাহন
অস্ফুট কণ্ঠের আহ্বানেও দেখো
ঠিকই তখন বুঝবে।
তোমাকে যে ভালোবাসবে
তার সময় আটকে থাকবে না
ঘণ্টা- মিনিট কিংবা সেকেন্ডে
দৃষ্টি আটকে থাকবে না
নীল আকাশের প্রান্ত সীমায়
সহস্র আলোকবর্ষ পার হয়ে
পৌঁছে যাবে মন- নদীটির তীরে
দূর হতে নিবিষ্ট মনে দেখবে
তোমার চোখের ভ্রু,
ঠোঁটের ওপর কাটা দাগ
কিংবা তোমার হাঁটার ধরণ
তোমার ভুল শুধরে দেবে
পরম মমতায়
বলবে না, কেনো এমন হলো?
তোমার অপেক্ষায় কাটিয়ে দেবে
শত- সহস্র কোটি বছর।
জেনে রেখো নিশ্চিত,
তোমাকে যে ভালোবাসবে
ছেড়ে যাবার জন্যে সে আসেনি
যে সত্যিই ভালোবাসে
সে কখনও ছেড়ে যায় না
যদি কখনও ছেড়ে যায়
বুঝবে, ভালোবেসে আসেনি সে
আসলে, ভালোইবাসেনি
সে এসেছে অন্য পথে
অন্য কোনো অভিপ্রায়ে।