যে মুক্তি আনন্দের নয়
জেসমিন জাহান

মুক্তি যদি কভু আনন্দের না হয়
থাকে যদি শৃঙ্খল; থাকে শুধু ভয়
বিবেকের কাছে করে শুধু অপরাধী
চন্দ্র- সূর্য অস্ত যাবে তবুও
কদর্য মনে কাটবে না সংশয়।

ধর্ম ডুবছে অধর্মের গ্যাড়াকলে
প্রবঞ্চকে মারহাবা ধ্বনি তোলে
ভাগাড়ের মরা তাদেরই ভাগ্য জেনো
বাহাদুরি সব জীবন সীমার মাঝে
ভেবেছো পৃথিবী তোমার পদমূলে!

চেতনা ঢেকেছে আঁধার ঘেরাটোপ
আঁচলে বাঁধা দূরভিসন্ধির চাবি
ডাক দিয়ে যায় অশরীরী প্রতিভূ
হিংস্রতা নিয়ে তাকায় সর্বভুক
মানবতা আজ খাচ্ছে কেবলই খাবি!