কুঁড়ি থেকে ফুল
জেসমিন জাহান

প্রজাপতি ছুঁয়ে যায় গোলাপের কুঁড়ি
নিমিষেই উড়ে যায় মন করে চুরি
পাখা মেলে লু হওয়ায়
যেনো কোন অজানায়
রেখে যায় একরাশ কথা ফুলঝুরি।

তারে ভেবে দিন যায় কুঁড়ি হয় ফুল
অজানিতে বলে ওঠে, সে কী ছিলো ভুল!
দিন যায় রাত আসে
শিশিরের জলে ভাসে
মন পোড়ে চুপিসারে হারিয়ে দু'কূল।

নিত্যদিন পূজা দেয় মন মন্দিরে
স্মৃতিপটে রাখে যেনো ঝরা-নন্দিরে।