একুশ শতকের ঘাতক
স্তব্ধ -নির্বাক সব, দুচোখে অশ্রু-নদী
কেনো বলেছিলে- স্বাধীন হয়েছে দেশ
প্রাণের প্রদীপ নিমিষেই নেভে যদি!
নরাধম ওরে, ওরে পিশাচের দল
আবারও নেমেছে একাত্তরের ছায়া
রক্তের তৃষা মিটেছে কী না বল?
সবুজ অবয়বে কলঙ্ক দিলি লেপে
কতো কেড়ে নিবি বুকের মানিক-ধন
আহারে বাংলা- হৃদয় উঠেছে কেঁপে!
যুদ্ধ দেখোনি!- দেখছো তো আলবৎ
একুশ শতকেও ঘাতক রয়েছে খাড়া
বাংলার মাটিতে এ কিসের আলামত?