এখানে অদ্ভুত মানুষের বাস
জেসমিন জাহান

এখানে অদ্ভুত মানুষের বাস
কেবা সুখে কে অসুখে
কে প্রকাশে কে অলখে
সহজে যায় কী বোঝা
হয় না আর কিছু খোঁজা  
একই নিয়ম চলছে বারোমাস।

ভাবলেশহীন মুখচ্ছবি দেখি
দ্বিধাহীন দৃষ্টি চারিধার
অনন্তর আসে বার বার
বাতাস ছড়ায় পুতিগন্ধ
চোখ থেকেও সব অন্ধ
বাহারি পোশাক,আসলে মেকি।

এখানে অদ্ভুত মানুষের বাস
স্পর্ধায় বাড়ায় দুটি হাত
ভয়াল দংশনে কাটে রাত
চেনামুখ অচেনা যে হয়
ভুলে যায় নাম পরিচয়
ঘিরে থাকে শুধু দীর্ঘশ্বাস।

অগণন ভিড় তবু লাগে একা
ছুঁয়ে থাকে গভীর নিরবতা
অতল-অসীমে কথকতা
প্রাণহীন প্রহরী দাঁড়ায়
আপনারে আপনি হারায়
শূন্যে মিলায় অলৌকিক রেখা।