বৃষ্টির সুরে বাজে বীণ
জেসমিন জাহান
ফুটেছে কদম কেয়া
ডাকে ওই ঘন দেয়া
এলো বুঝি বর্ষার দিন
বাজে বৃষ্টির সুর রিনিঝিন।
চঞ্চল বাতাসের ছন্দে
নাচে মন-প্রাণ অধীর আনন্দে
ভরা নদী ছলছল
ছুটে চলে অবিরল
গুনগুন সুরে গেয়ে ওঠে মনোবীণ।
ঝর ঝর মুখরিত বৃষ্টি
আহা এ লগন লাগে যে কী মিষ্টি
আবছায়া নীলাচল
মেঘেদের চোখে জল
সূর্যের রেখা আজ হলো বুঝি লীন।