বন্ধু হয়ে থেকো
এসো বসন্ত বিকেল

হিসেব কষে দেখেছো কি বিক্রম
ঠিক কতদিন পরে দেখা আমাদের
ঊনত্রিশটি বসন্ত পেরিয়ে
নিদারুণ কালবৈশাখী মারিয়ে
দেখা হয়ে গেলো আবারও
সময়টাও দাঁড়িয়ে ক্লান্ত পায়
এসেছে অনেক পথ পাড়ি দিয়ে
হয়েছিলো শুরুটা যেথায়।

যখন অধীর হয়ে থাকতে বারান্দায়
সামনে চেয়ে কারো অপেক্ষায়
হৃদয় খুঁড়ে রক্তক্ষরণ হতো
তৃষ্ণার্ত চোখ দুটোও গুণতো
তোমার প্রেমের প্রতি পদক্ষেপ
এ দেখাটা নতুন কিছু নয়
চলতে পথে কতোই তো দেখা হয়
জেনেছি আজ আবার নতুন করে
ছিলাম শুধুই তোমার হৃদয় জুড়ে।

প্রয়োজন তবু সাজিয়েছে এ জীবন
চুপিসারে তুমি ছিলে বুঝেছি এখন
কতোটা প্রেম ছিলো জানি
ছিলো কতোখানি আশা
মন মন্দিরে উৎসর্গিত ছিলো
অবদমিত সকরুণ ভালোবাসা
বাসর সাজিয়ে নিজেই তারে
দিয়েছিলে কেন বিসর্জন
ভালোবেসেছিলে-তবুও কাঁপেনি মন?

এসো আজ তবে এই হাতে রাখো হাত
ভেঙে যাক যতো অসুন্দরের বাঁধ
এক সুরে বাঁধি জীবন জয়ের গান
পাশে থেকো বন্ধু হয়ে আমৃত্যু এ সাধ।