অস্থির সময়ে কালো ডানা মেলে উড়ে চলে যাই এক পাখি,
দুঃসহ জীবনে কাটাকুটি খেলে জিতে যায় দিয়ে সে ফাঁকি।
প্রেমহীন জীবনেতে ভালোবাসা আজ ছুরির আঘাতে হয় শেষ ,
রক্ত বুকেতে চেপে আধো আধো পায়ে হেটে যাওয়া (সেই) নরকে।
ক্লান্তির বাণী শুধু শুধু ভেসে আসে, নারকীয় ছায়াপথ বেয়ে,
নৈরাজ্য ভরা এই পৃথিবীর বুকে বেঁচে তুমি আছো কালো মেয়ে।
দারিদ্র ঘিরে ধরে, পুলিশ পাছে পরে
রাতের হাঁক মারে নেকড়েরা,
ধর্ষিত সত্তা, নাটকীয় হত্যা
ছেড়ে চলে যায় দ্যাখো স্বপ্নেরা।
রাত বেড়ে কালো হয়, বাড়ি ফেরে বাবা,
লজ্জাকে খুন করে মরণের থাবা।
মা-তো নয় বেশ্যা, খেলার পুতুল,
বিয়ে করে ঘরে তোলা, নিয়মের ভুল।
আত্মা তৃপ্ত হয় মনমতো খেয়ে,
চোখে জল নিয়ে দ্যাখো তুমি কালো মেয়ে।
বঁটি নিয়ে তেড়ে যাও পশুটার দিকে,
রক্ত চলকে পরে কাটা শিরা বেয়ে।
পরদিন বস্তিতে পুলিশের রেইড,
সব কিছু শেষ হলো, নেই হার-জিৎ।
শুধু তুমি পথ হাটো, এক এক বেড়ে ওঠো,
স্বাধীন সত্তা ওড়ে আকাশে।
পেটে বড় ক্ষিদে নিয়ে, কান্নাটা মুছে ফেলে,
বেঁচে তুমি থাকো কালো মেয়ে।