১
দেহের ছোঁয়ায় রাত্রি নামে একটু দেরি করে,
মিশিয়ে দিয়ে চোখের জলে, খানিক ঘুরে ফিরে।
শ্রান্ত হাতে থামছে যখন উষ্ণ বহু চাওয়া,
শহর কাঁপে দারুন জ্বরে, একটু কাছে পাওয়া।
ভরসা নিয়ে চলছি শুধু একলা রাস্তা ধরে,
কিসের জন্যে ভাববো আমি তোমায় নিজের করে।
চাওনি দিতে একটুও সুখ আকাশ যখন কালো,
অনেক কিছুই করেছো তবু বাসতে পারোনি ভালো ।
২
শুধুই যখন ভালোবাসা একটা প্রহসন,
শিশির ভেজা ঘাসের ডগা শুকিয়ে যায় তখন।
অনেক ভেবে আস্কারা গুলো একটু শান্তি চায়,
প্রশ্নবন্দি জবাবগুলো উত্তর খুঁজে যায়।
জানতে আমার বাকি ছিল সকাল কেন হয়,
সময় কাটে স্বভাব দোষে নিয়ে অনেক সময়।
বেশতো ছিল আঁধার মেখে একলা ঘরের কোণ,
বুঝতে বুঝতে বুড়িয়ে যাবে একটা খ্যাপা মন ।
৩
অনেক কথাই বলা হলো কথার ভাঁজে ভাঁজে,
নিছক বোকা মনের কোণে চিন্তা উল্কি আঁকে।
গোলকধাঁধায় ঘুরে ঘুরে চরকি লাগে চোখে,
অভিজ্ঞতার হাতায় তখন সময় চশমা মোছে।
ঘুমপাড়ানি বাস্তবে রোজ ধন্দ লাগে মনে,
একটু কথা ফুলকি হয়ে জ্বলছে ক্ষণে ক্ষণে।
আগুন হয়তো জ্বলবে না জানি রাত্তির কেটে গেলে,
মরতে মরতে বেঁচেই থাকি একটু লিখব বলে।
(অপভ্ৰংশ ক্রম সমাপ্ত)