শেষ হতে চললো আরেকটা শ্রান্ত
বিকেল, ফুটপাথের ধার ঘেঁষে আস্তে আস্তে
কুয়াশা নামছে।
বর্ণময় শহরটা ঘুমিয়ে পড়ার আগে সেজে উঠছে
আর পার্ক স্ট্রিটের নিভু নিভু নিওনের আলোতে
ভিখারি মেয়েটা নিজেকে রাপুনজেল ভাবছে।
জানি, আর দেখা হবে না আমাদের,
ব্যস্ততার কালো পিচে গাড়ির ধোঁয়ার মতো
বইবে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ।
পাল্টাবে অনেক কিছু, যেমন রোজ পাল্টায়
আমাদের চারপাশ।

কখনো হয়তো পিছু ফিরে দেখবে-
পুরোনো হাতগুলো স্বপ্নের রং-তুলির
গাঢ় স্পর্শে রঙিন।
বেপরোয়া উচ্ছাস যখন থামবে বাস্তবের
পাথুরে দেয়ালের সামনে এসে,
ওপারে পরে থাকবে তোমাদের হাসিমাখা ক্লাসরুম
আর একমুঠো দুপুর রোদের আহ্লাদ।
যদি কখনো শুনতে পাও বিস্মৃত
ডাকনামগুলো, অথবা ঝগড়ার শেষে বুকে টেনে
শান্ত করা একরাশ অভিমান।
কান্না-হাসির সীমানায় যখন প্রহর ইতি টানে-
তখন কেউ থাকে না চারধারে।
শুধু পরে থাকে একলা বেঞ্চ, একটা ডাস্টার
আর পুরোনো আঁধপোড়া স্মৃতির খরস্রোতা ভাবাবেগ।



(ফেলে আসা স্কুল জীবনের আমিটার উদ্দেশ্যে)