ছোবলে ছোবলে বিষ উগরাচ্ছে ধর্ম,
নাস্তিকের আস্তিকতা পথ হারাচ্ছে ভীষণ ঝড়ে।
বিনামূল্যে বিক্রি হচ্ছে যোনি সন্তানসম্ভবার,
প্রসবযন্ত্রণা শুধু বেঁচে থাকে তারপরে।
দামামা বাজছে, ওই আসছে দুরন্ত ঘূর্ণি,
চূর্ণীর জলে গ্যালন পেট্রল ভাসে।
একমুঠো নেশায় ভাঙছে আমার ঘর,
পোড়া স্বপ্নের লাশ শুকোচ্ছে হলুদ ঘাসে।
রক্তের কোলে শুয়ে আর একফোঁটা রক্ত,
মগজে মগজে মাকড়সা হেঁটে চলে।
জাল বুনতেও অস্তীত্ব নিচ্ছে ঘুষ,
বটচারা কিছু জন্মায় অবৈধ সকালে।
আমার ঘুমে মৃত্যু দিচ্ছে ধিক্কার,
আমার ক্লান্তি নগ্ন প্রহর মাপে,
নাইবা থাকলো পকেটে আমার পয়সা,
ভালোবাসা পরে থাক বিপ্লবে আর চায়ের কাপে।