যুবতী সকালটার মন আজ একটু খারাপ,
রাঙা রোদে নেই একটুও হাসি,
তবুও বাতাসে শীত এসেছে খানিক আগে,
কানে কানে বলে, "আমিতো তোমায় ভালোবাসি"।
কণা ধুলো মেখে চোখ বুজে আসে,
ক্ষনিকের ব্যথা নয়কো মোটেই ক্ষীণ,
হাতের কলমে স্তব্ধতা নামে বিকেলে,
মেঘের পালকে ভেসে চলা সারাদিন।
ঘাসের ডগায় শিশির রয়েছে থেমে,
কত কথা বলে ঘুমায় শহর প্রতিদিন,
নিয়নের কাঁচে বৃষ্টি পড়েছে অল্প,
শুকোয় ক্ষত, হাতের মুঠোতে আলপিন।
আলতো পায়ে ঘনিয়ে আসে সময়,
কালোমেঘে তবু বিদ্যুত রাশি-রাশি,
চমকে চমকে আদর পড়ছে ঝরে,
ভিজে যাও তুমি আর একটু ভিজি আমি।