শেষ বিকেলের শেষ আলোয়
নিঝুম তারার প্রহর গুনে,
কাটিয়ে দিয়েছি অজস্র কঙ্কাবতী কাল
অসভ্য থেকে সভ্যতায় পা ফেলে
ধুঁকে ধুঁকে মানুষ হয়েছি;
তবু তোমায় নিয়ে লিখতে পারিনি
একটা অবিনশ্বর প্রেমের মৌলিক কবিতা ।

আটপৌরে জানালা ধরে
আলতা-কাজল চোখ নিয়ে তাকিয়ে ছিলে
কিছুকাল...রূপক জলের ছলনাতে,
আমিও ছিলাম নিশ্চয়  !
শত শত কাগজ ছিঁড়ে ব্যাকুল হয়ে
গড়েছি কাব্যের শ্মশান-
তবু কেন যেন হলো না ।
শ্মশানের বুক চিরে উঠে এলো না
অবিনশ্বর প্রেমের একটা মৌলিক কবিতা ।

বিষাদের রটনা রটিয়ে
রাতের সাথে লুকোচুরির দলে
আমিও ছিলাম নিশ্চয় !
আবেগের দ্রবীভূত শব্দকণা জমিয়ে
কোনদিন যেন হলো না লেখা,
বিন্দু বিন্দু সাম্রাজ্য নিয়ে
একটা অবিনশ্বর প্রেমের মৌলিক কবিতা ।





- জিহান আল হামাদী
৮ই অক্টোবর'২০১৩