জানি না তোর আমার প্রতি কীসের এত টান,
রাখতে আমি পারবোনা তোর ভালোবাসার মান।
আড় নয়নে তাকিয়ে থাকিস,
গভীর প্রেমে আমায় ডাকিস,
ধরা দিতে মন চায় খুব, চায় না আমার প্রাণ।।

হৃদয়ে তোর ঝড় তুলেছে কোন বিরহের স্তুপ,
বাইরে থেকে তবুও দেখি শান্ত-কোমল রূপ।
কি করে তুই শান্ত এমন?
বুঝেছি তোর হৃদয় বেদন,
কেমন করে থাকতে পারিস এতটা নিশ্চুপ।।

দারুন লাগে তোর চাহুনি,তোর সে করুণ চোখ,
মনে যে হয় পূর্ণিমার ওই স্নিগ্ধ চন্দ্রালোক।
বলছি তোকে,তাকাস নে আর,
কাঁপতে থাকে হৃদয় আমার,
দিন যত যায় বাড়তে থাকে তোর প্রতি মোর ঝোঁক।।

ভালো আমায় বাসবি তো বাস,গাস্ নে প্রেমের গান,
রাখতে আমি পারবোনা তোর ভালোবাসার মান।
দুঃখ পেলি আমার কথায়?
জল এসেছে চোখের কোণায়,
কষ্ট পেলে একলা বসে পড়িস "গীতবিতান"।।

(রচনাকাল:-০৭/০৪/২০২৪)