তোরাই হলি গগন পারের
উদিয়মান রবি,
তোদের হাতে এই জগতের
উন্নয়নের চাবি।
হাল টা যদি ছাড়িস্ তবে–
কেমন করে সকাল হবে?
জাগ্ রে, ওরে,জাগ্ রে তোরা,
এইটুকু আবদার,
আলোর কণা ছড়িয়ে পড়ুক,
গগন অন্ধকার॥
থাকলি বসে নিরাশ হয়ে
একলা ঘরের কোণে,
জাগ্রত কর চিত্ত কে তোর,
আয়রে আপন মনে।
তোরাই আমার নবীন-কাঁচা,
মাতাল নাচে জগৎ নাচা,
দাপিয়ে বেড়া হাওয়ার মতো
বিশাল বিশ্বময়,
দমকা হাওয়ায় করেদে আজ
পাষণ্ডদের লয়॥
ভীরুর মতো আর কতকাল
কষ্ট চেপে বুকে,
অমানিশার গগন দেখে
কাঁদবি ধুঁকে ধুঁকে।
কণ্ঠে নে রে "মাভৈ" বাণী,
বেঁধে নে আজ বক্ষ খানি,
প্রতীবাদের সুর তুলে আজ
কর রে কলরব,
তোদের হাতেই ধ্বংস-সৃজন,
তোদের হাতেই সব॥
(রচনাকাল:- ২৭/০৭/২০২৪)