সাহারার বুকে কাঁদে ধুঁকে ধুঁকে
অসহায় এক শিশু,
একফোঁটা পানি দাওনা তাহারে,
কোথা আজকের যীশু?
কোথাও দেখছি চোরাবালি সম
শঠতার ফাঁদ পাতা,
ভাই ভাই মিলে হানাহানি করে,
হারিয়েছে মানবতা।
চারিদিকে শুধু দেখছি এখন
হয় মিথ্যার জয়,
সমাজ এখন সে সমাজ নেই,
হয়েছে সাহারাময়॥
ফুটপাতে শুধু পাবে ভিখারির
অসহায় আঁখি-ধারা,
জীর্ণ পোশাক,শীর্ণ শরীর
তারা যে সর্বহারা।
একটাও লোক পাবেনা এখন,
দাঁড়াবে যে তার পাশে।
চারিদিক তার মরীচিকা লাগে
সেও বেঁচে আছে ত্রাসে।
এমনি করেই একদিন সে তো
তিলে তিলে হবে ক্ষয়,
সমাজ এখন বদলে গিয়েছে,
হয়েছে সাহারাময়॥
ধর্ষণ আর শ্লীলতাহানি তে
কেঁপে ওঠে চারিদিক,
যারা করে চলে এইসব কাজ
জানাই তাদের ধিক!
নারীর উদরে জন্মে নারীর
করছে সর্বনাশ,
মরু বেড়ে গিয়ে যেইভাবে করে
গ্রামাঞ্চলকে গ্রাস।
কার কথা আর কেবা শোনা বলো?
নেই মোটে লাজ-ভয়,
সমাজে এখন দুর্গতি নেমে
করেছে সাহারাময়॥
অন্ধ যে জন পথের প্রান্তে
সাহায্য খুঁজে মরে,
কত জন বলো আনন্দে এসে
অন্ধের হাত ধরে?
বিবেকবোধও গেছে রসাতলে?
আর কিবা আসে বাকি?
মানব হৃদয় মরুভূমি হয়ে
দিয়ে যায় শুধু ফাঁকি।
অসহায়দের হৃদয়ে রয়েছে
শত ব্যথা সঞ্চয়,
ক্রোধের বহ্নি জ্বলছে বুকেতে,
সমাজ সাহারাময়॥
(রচনাকাল:- ২৪/০২/২০২৪)