সখী:-
আজ প্রভাতে তোমার সাথে
এলাম কানন-মাঝে।
কীসের তরে হৃদয় ভরে
বীণার ধ্বনি বাজে??
আজকে দিলে আমার গলে
শিউলি ফুলের মালা।
আমি গাঁয়ের পথের ধারের
সামান্য এক বালা।।
বিশাল ধরায় কেন আমায়
লাগলো তোমার ভালো?
নেই কোনো ঘর, কি আছে মোর!
আমি যে খুব কালো !!
সখা:-
রূপে তে হায়! কি আসে যায়?
গুণে তে যায় চেনা।
কি গুণ তোমার! বলবো কি আর
যায় না টাকায় কেনা।।
কিনতে হলে সবটা ফেলে
কিনবো তোমায় প্রেমে।
তোমায় জিতে আমার সাথে
নেবো আমার গ্রামে।।
তোমায় দেখে গাঁয়ের লোকে
বলবে অনেক কিছু।
বলছি তোমায়, তুমি লজ্জায়
করবে না মুখ নিচু।।
সখী:-
পথের পাশে ঘুম যে আসে
রাত কাটে মোর একা।
দুঃখ আমার ঘুচবে এবার,
পেলাম তোমার দেখা।।
থাকবো সাথে তোমার হাতে
আমার এ হাত রাখি।
দিনে দু-বার করতে আহার
পায় যেন প্রাণ-পাখি।।
ফুলের এ হার গলায় আমার
আজকে দিলে তুমি।
নেই যে উপায়! আমি তোমায়
দিবো কী আজ দামি??
সখা:-
দামি সে মন দাও গো এখন
তুমি আমার তরে।
সখী তোমায় আমার হিয়ায়
রাখবো যতন করে।।
আর কিছু কি বলার বাকি?
চলো গো আজ সাথে।
মানে না মন আমারা দু-জন
মিলব জীবন স্রোতে।।
সহস্র দিন থেকেছি হীন
আর আমি নয় একা।
বলছি মিতে এবার হতে
হলাম তোমার সখা।।
(রচনাকাল:- ১৯/১০/২০২৩)