ওগো মেঘ, তুমি ঝরাও না আর ধারা,
শ্রাবণ গিয়েছে, ভাদ্রের হলো শুরু।
বন্ধ রেখেছ বর্ষার ঘরে ফেরা,
সারাদিন তাই করে গেলে গুরু গুরু॥
তোমার কারণে নদী উত্তাল দেখি,
ঘাট নির্জন, নেই একটাও মাঝি।
কথা রাখো মোর, বলো না সমস্যা কী?
নইলে তুমি দুষ্টু, ভীষণ পাজি॥
বোঝোনা কি তুমি আমার মনের ভাষা?
নদীর ওপারে আমার প্রিয়ার বাড়ি।
হতো প্রতিদিন দেখাশোনা, যাওয়া-আসা,
তোমার জন্য যদি হয় ছাড়াছাড়ি॥
হয়নি যে দেখা, আজ সাতদিন হলো,
বিরহী হৃদয়ে তবু কেন বাণ হানো?
কীসের কারণে বর্ণ ধরেছ কালো,
সুনীল গগনে রবির কিরণ আনো॥
প্রিয়তমা মোর হলো বুঝি অভিমানী,
আমার ব্যাকুল হৃদয় থাকতে নারি।
শেষ বার মোর রাখো এ মিনতি খানি,
নইলে জীবন বাজিও রাখতে পারি॥
সাঁতরে এ নদী চলে যাব যে ওপারে,
ওগো সখা মেঘ কেন করো বাড়াবাড়ি?
বন্ধু বলছে, যাও তুমি ঘরে ফিরে,
তবুও না গেলে,তোমার সঙ্গে আড়ি॥
(রচনাকাল:- ২৬/০৮/২০২৪)