সবাইকে আমি আপন করবো
সব ভেদাভেদ ভুলে,
ভালোবাসা দেবো,প্রেমও বিলাবো
হৃদয়-দুয়ার খুলে।
তোমরা আমাকে নাই ভালোবাসো,
নাই বাঁধো বাহুডোরে,
তবুও তোমরা চিরকাল রবে
আমার হৃদয়-পুরে।
ভালোবাসা দিতে দু'বার ভাবিনা
এতে নেই কৃপণতা,
দুঃখে-সুখে তে দু'হাত বাড়াবো
এটাই মনের কথা।
বহু সাধনার পরে এ সাধের
মানব জনম পেয়ে-
সারাটা জীবন কাটাবো শুধুই
ঐক্যের গান গেয়ে।
তোমাদের মাঝে প্রতিদিন আমি
পাবো গো বাঁচার স্বাদ,
যদি কোনো কাজে হয়ে যায় ভুল
ক্ষমা করো অপরাধ।
কাউকে কখনো তুচ্ছ না ভাবি,-
বিধাতা এ বর দাও,
হিংসা-স্বার্থ-ক্রোধ ও লালসা
সব কিছু কেড়ে নাও।
অসহায়দের দুঃখে আমার
পরান উঠুক কেঁদে,
তাদের দুঃখ দূর করে দিয়ে
যেন রাখি বুকে বেঁধে।
মানব প্রেমেতে মজে যাক মন
আপন ও পর ভুলে,
এ পরান মোর মানবের লাগি
আপনি উঠুক দুলে।
(রচনাকাল:- ২৮/০২/২০২৪)