এমনি করে একটি সুযোগ পেলে –
মন ভেঙে দাও ধাক্কা মেরে ফেলে।
মিটবে সকল লেনা দেনা,
তখন তোমায় হবে চেনা,
ঘুচবে অকাল ভালোবাসার রেশ।
বেশ বেশ
হবো নিরুদ্দেশ।
করলে আমায় শেষ
হবো নিরুদ্দেশ॥
তখন তুমি উড়বে পাখির মত,
থাকবে না আর মনে গভীর ক্ষত।
তোমার হাসি মুখটা দেখে,
রাখবো আমি দুঃখ ঢেকে,
তোমার প্রতি থাকবে না বিদ্বেষ।
বেশ বেশ
হবো নিরুদ্দেশ।
করলে আমায় শেষ
হবো নিরুদ্দেশ॥
অব্যক্ত এই আমার মনের কথা –
থাকবে তখন অতল নীরবতা।
অনেক কথা বলতে বাকি,
তোমার সুখে আমিও সুখী,
খাওয়াতে চাও সবাই কে সন্দেশ?
বেশ বেশ
হবো নিরুদ্দেশ।
করলে আমায় শেষ
হবো নিরুদ্দেশ॥
(রচনাকাল:- ১৪/১০/২০২৪)