হে ঘূর্ণি, তুমি সমুদ্র হতে
জন্ম নিয়েছো আজি,
তোমার ভয়ে তে কাঁপছে নাবিক,
কাঁপছে হাজার মাঝি।
ভারত ভূমি তে উঠলে বিকেল বেলা,
খেললে নানান ধ্বংস লীলার খেলা।
তোমার মতন বীর কে ভারতী
বক্ষে ধরতে রাজি।।

ফেনাইলে তুমি রত্নাকরকে,
করে গেলে জলময়,
আকাশে আজ কে মেঘের ভ্রুকুটি,
বাতাসে প্রাণের ভয়।
ঘর-বাড়ি তুমি ভেঙে গেলে শত শত,
ভেঙে গেল সব বালির বাঁধের মত।
ভাঙবে না কি গো আরও ঘর-বাড়ি?
তাই মনে সংশয়।।

শক্তি হারিয়ে মিশে গেলে তুমি
ভারত মায়ের বুকে,
ঘর-বাড়ি হারা জীব কুল সব
কেঁদে মরে আজ দুঃখে।
তোমার মতন শক্তি দাও গো মোরে,
আমিও আনবো নবীন অরুণ ভোরে।
দেহের বলে তে আমিও আবার
ধ্বংস কে দিবো রুখে।।

সংকট থেকে আমিও দেশ কে
মুক্ত রাখার লক্ষ্যে-
যত দিন রব ভবের মাঝারে
দেশ কে করবো রক্ষে।
যত দিন মোর দেহে তে থাকবে প্রাণ,
উচ্চ শিরে তে গাইবো মায়ের গান।
শেষের দিনে তে মিশে যাব আমি
ভারত মায়ের বক্ষে।।

(রচনাকাল:- ২৩/০৬/২০২৩)