আমি হীন ঘুড়ি! আমার বেদনা
তুমি কি বুঝবে ছেলে?
আমার কি সাধ জাগেনা?-সুদূরে
উড়ে যাই ডানা মেলে।
শক্ত বাঁধনে বেঁধেছো আমাকে,
দিচ্ছো সুতোর টান,
তীব্র বায়ুর আঘাতে হৃদয়
হচ্ছে যে খান খান।
এ ধকল আমি সইতে পারিনা
হাহাকারে ফাটে বুক,
সেই হাহাকার শুনেও শুনো না,
ছিনিয়েছো মোর সুখ।
বাঁশের কাঠি ও কাগজ,আঠা তে
গড়েছো আমাকে তুমি,
তুমি মোর কাছে ভগবান সম
কি আর করবো আমি?
তবু একবার ছিন্ন করো হে
শক্ত বাঁধন থেকে,
পাখির মতন উড়ে যাবো দূরে
বহু দেশ নেবো দেখে।
সেই যাত্রায় আর কেউ নয়
সাথী হবে মৃদু বায়ু,
বায়ুর সঙ্গে উড়ে উড়ে যাবো
শেষ হবে মোর আয়ু।
তখন আমি তো আর ফিরবো না,
দূঃখ করোনা তুমি,
তিল তিল করে বানাও আবার
তাতেই থাকবো আমি।
গোধূলির কালে তপন যখন
নামবে গগন পারে,
মাঠের মাঝারে তখন আমায়
বাঁধো হে প্রেমের ডোরে।
সেই নীলাকাশে আমায় তখন
উড়াও নতুন করে,
নব নব রূপে তারই মধ্যে
তুমি খুঁজে পাবে মোরে।
(রচনাকাল:- ২৩/০৪/২০২৩)